Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

১। ভৌগলিক অবস্থানঃ- বগৃড়া জেলা, আদমদিঘী উপজেলা এর পূর্ব দক্ষিন দিকে ০১কিঃ লিঃদুরে ৩নং আদমদীঘি ইউনিয়ন পরিষদ অবস্থিত।

২। জনসংখ্যাঃ- জনসংখ্যা প্রায় ৩৫,০০০ (পয়ত্রিশ হাজার)। শিক্ষার হার- ৯০% । শতকরা ৯৩% মুসলমান, ১০% হিন্দু এবং ১% অন্যান্য ধর্মাবম্বী।

৩। শিক্ষা ও সংস্কৃতিঃ- অত্র ইউনিয়নে শিক্ষার হার শতকরা ৯০% । এখানে ৫টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ১টি দাখিল মাদ্রাসা ৫টি এতিম খানা ১টি প্রতিবন্ধি স্কুল আছে । ঐ সকল  শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়েদের ও কিশোর কিশোরীদেরকে গান-বাজনা শেখানো হয়। এ সমস্ত শিক্ষার্থীদের দ্বারা বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে গান-বাজনা পরিবেশন করা হয় ।

৪। যোগাযোগঃ- আদমদিঘী উপজেলা হইতে ১কিলোমিটার দুরে উত্তর দক্ষিন দিকে আদমদীঘি ইউনিয়ন পরিষদ কার্য্যালয়।

৫। কৃষিঃ- আদমদীঘি ইউনিয়নের শতকরা ৮০% লোক কৃষির উপর নির্ভরশীল। এখানে প্রচুর পরিমানে ধান, গম, সরিষা, আলু এবং সবজীর চাষ-আবাদ করা হয়, যা অত্র এলাকার চাহিদা পূরণের পরও দেশের বিভিন্ন এলাকায় প্রেরণ করা হয়।