Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আদমদীঘি ইউনিয়ন

১৩শ শতাব্দী  পূর্বে আদমদীঘি নামে কোন শহরের অস্ত্বি ছিলনা। সে সময় বঙ্গ দেশের এ অঞ্চল শাসন করতেন রাজা দ্বিতীয় বল্লাল সেন। তর রাজধানী ছিল ঢাকার বিক্রামপুর। রাজার শাসন আমলে নিম্ন বর্ণের হিন্দু, মুসলিম ও খিষ্টানেরা নির্যাতিত হত। ওই সময় আরাকান রাজ্য হতে বাবা আদম(র:) ১২ জন শিষ্য নিয়ে এই এলাকায় এসে। আদমদীঘিতে আস্থানা গড়ে তোলে তার শিশ্ব্যদের মথ্যে উন্নতম ছিলেন ,শাহ তুরকান, শির মোকাম, শাহ বন্দেগী, শাহ জালাল, শাহ ফরমান ও শাহ  আরেফিন। বাবা আদম (র:) এর তার শীর্ষদের সুন্দর আচরনের অল্পদিনের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। সে সময়ের হিন্দু প্রদান এলাকা দলে দলে লোকজ ইসরাম গ্রহন করতে থাকেন। এক পর্যায়ে বগুড়া জেলার শিরপুর হয়ে যমুনা নদী পর্যন্ত বাবা আদম (র:) এর প্রভাবি সৃষ্টি হয়। এ সময় আদমদীঘির জনসাধারন খাবার পানির সংকঠে ভুগছিলেন। বাবা আদম র: এর  ডাকে হাজার হাজার হিন্দু  মুসলিম এসে আদমদীঘি থানার পাের্শ্ব একটি দিঘি খনন করেন। এবং ওই দিঘির পানি  দ্বারা এলাকার জল কষ্ট নিবারন হয়। সে সময় এলাকাবাসী বাবা আদম র: এর শৃদ্ধা নিদর্শন স্বরুপ জায়গাটির নামকরন করেন  আদমদীঘি  সেই  থেকে দেশের মানচিত্রে উঠে আসে আদমদীঘি। পরবর্তীতে রাজা বল্লাল সেনদের সাথে মুসলমান দের যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে বাবা আদম র: শুত্রুর আঘাতে আহত হন। আহত অবস্থায় তার  নির্দেশে তাকে আদমদীঘিতে নিয়ে আসা হয়। এবং  তার কিছুক্ষনের মধ্যে আদমদীঘিতে তার মৃত্যু ঘটে। তার অছিয়ত মতে তাকে খনন কৃত দিঘির দক্ষিন পাড়ে কবর দেওয়া হয়। সেই থেকে এটি আদম বাবার  মাজার নামে পরিচিত। 

 

ক) নাম – ৩নং আদমদীঘি ইউনিয়ন পরিষদ।

খ) আদমদীঘি ইউনিয়নের আয়তন –৬৫৬০ একর বা ২৬.৫৪ বর্গ মাইল।

গ) লোকসংখ্যা – ৩০২৮৮ জনদীঘি(প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/ভ্যান।

জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৬টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০২

    মাদ্রাসা- ২টি।

ঝ)  চেয়ারম্যান –জনাব 

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল –      ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০২১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০২১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০২৫ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             ডহরপুর           ভেবড়া                  পাইকপাড়া

            জিনইর             শিয়ালশন                আদমদীঘি

            গোড়গ্রাম          মন্ডবপুর                   তালশন

             শিবপুর             উজ্জলতা              তেঁতুলিয়া

             সুদিন              পাল্লা                     মুরাদপুর

           দিঘড়া               কুসুম্বি                 কেশরতা

           রামপুরা              াশিমালা           জোড়পুকুরিয়া

         করজবাড়ী            কদমা                দ: গনিপুর

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

ক্রমিক নং    কর্মকর্তা /কর্মচারী           সংখ্যা
নির্বাচিত পরিষদ সদস্য ১২ জন।
ইউপি প্রশাসনিক কর্ম কর্তা ১ জন।
ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১ জন।
ইউনিয়ন গ্রাম পুলিশ ১০  জন।