ইতিহাসঃ ১৩শ শতাব্দী পূর্বে আদমদীঘি নামে কোন শহরের অস্ত্বি ছিলনা। সে সময় বঙ্গ দেশের এ অঞ্চল শাসন করতেন রাজা দ্বিতীয় বল্লাল সেন। তর রাজধানী ছিল ঢাকার বিক্রামপুর। রাজার শাসন আমলে নিম্ন বর্ণের হিন্দু, মুসলিম ও খিষ্টানেরা নির্যাতিত হত। ওই সময় আরাকান রাজ্য হতে বাবা আদম(র:) ১২ জন শিষ্য নিয়ে এই এলাকায় এসে। আদমদীঘিতে আস্থানা গড়ে তোলে তার শিশ্ব্যদের মথ্যে উন্নতম ছিলেন ,শাহ তুরকান, শির মোকাম, শাহ বন্দেগী, শাহ জালাল, শাহ ফরমান ও শাহ আরেফিন। বাবা আদম (র:) এর তার শীর্ষদের সুন্দর আচরনের অল্পদিনের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। সে সময়ের হিন্দু প্রদান এলাকা দলে দলে লোকজ ইসরাম গ্রহন করতে থাকেন। এক পর্যায়ে বগুড়া জেলার শিরপুর হয়ে যমুনা নদী পর্যন্ত বাবা আদম (র:) এর প্রভাবি সৃষ্টি হয়। এ সময় আদমদীঘির জনসাধারন খাবার পানির সংকঠে ভুগছিলেন। বাবা আদম র: এর ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম এসে আদমদীঘি থানার পাের্শ্ব একটি দিঘি খনন করেন। এবং ওই দিঘির পানি দ্বারা এলাকার জল কষ্ট নিবারন হয়। সে সময় এলাকাবাসী বাবা আদম র: এর শৃদ্ধা নিদর্শন স্বরুপ জায়গাটির নামকরন করেন আদমদীঘি সেই থেকে দেশের মানচিত্রে উঠে আসে আদমদীঘি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS