আদমদীঘি ইউনিয়নের উল্লেযোগ্য স্থান হচ্ছে আদমদীঘির রেলস্টেশন। এ স্টেশন আকারে ছোট হলেও প্রাচীনতম এ রেস্টেশন আদমদীঘি উপজেলার সান্তাহার রেল জংশন এর পরের স্টেশন হচ্ছে আদমদীঘি রেল স্টেশন। সান্তাহার থেকে বগুড়া যাওযার জন্য আদমদীঘি উপজেলার প্রথম স্টেশন হচ্ছে সান্তাহার রেল জংশন এর পর আদমদীঘি স্টেশন, প্রায় ৮টি স্টেশন রয়েছে সান্তাহার থেকে বগুড়া এর মধ্যে। তার মধ্যে একটি হচ্ছে আদমদীঘি স্টেশন। আদমদীঘি তে এ স্টেশন হওয়ার কারণে এখান কার লোকজন সহেজ বগুড়া শহর সহ বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যাতাযাত করতে পারে এ স্টেশন থেকে। ফলে এখানকার মানুষগুলো সহজে ট্রেন ভ্রমন সহ নানা ব্যবসায় শুরু করতে পারে এ স্টেশন থেকে। ফলে আদমদীঘিতে স্টেশন হওয়ার কারনে এখানকার জনগণ গর্বিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS